শিলিগুড়ি, ২১ নভেম্বরঃ টুয়েলভ মর্নিং ক্লাব সংস্থার তরফে এবং ডালমিয়া পরিবারের সহযোগিতায় শিলিগুড়ির মহাবীরস্থানে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হল।
জানা গিয়েছে, টুয়েলভ মর্নিং ক্লাবের এক সদস্য রাজকুমার ডালমিয়ার স্মৃতির উদ্দেশ্যে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে মহিলারাও রক্তদান করেন।শিবিরে সংগৃহীত রক্ত শিলিগুড়ির একটি বেসরকারী ব্লাড ব্যাংকে পাঠানো হয়।