শিলিগুড়ি, ১০ আগস্টঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমানে নেশার ওষুধ সহ ২ জনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের নাম মুন্না কর্মকার(৩০) এবং বরুণ রায়(৩০)।
জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ৪১ নম্বর ওয়ার্ডের শাস্ত্রীনগরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় প্রচুর পরিমানে নিষিদ্ধ নেশার ওষুধ।পাশাপাশি একটি স্কুটি এবং মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ।
ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।