শিলিগুড়ি,১০ মেঃ একজন কলেজের প্রথম বর্ষের ছাত্র আর অপরজন দ্বিতীয় বর্ষের ছাত্রী, বয়সটাও অল্প, তবে তাদের মানসিকতা ছাড়িয়ে গিয়েছে বয়সের গন্ডী।রাজ্যজুড়ে চলছে আংশিক লকডাউন।যার যেরে অনেকেই প্রায় কর্মহীন।দুবেলা খাবার যোগাতেই হিমসিম খাচ্ছেন অনেকে।সেইসমস্ত মানুষ ও পরিবারের পাশে দাঁড়িয়েছে এই দুই পড়ুয়া।
নিজেদের হাতখরচ ও টিউশনের কিছু টাকা জমিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রথম প্রয়াস নিয়েছিল প্রমাশ্রী মিত্র ও অদ্যয় চক্রবর্তী।চাল, ডাল, ডিম, সোয়াবিন, সবজি এসব প্যাকেট করে রাস্তায় বেরিয়ে অসহায় মানুষদের হাতে তুলে দিত তারা।তবে সামান্য আয়ে এত মানুষের চাহিদা মেটানো সম্ভব হচ্ছিল না। তাই তাদের প্রয়োজন পড়ে আর্থিক সাহায্যের। সোশ্যাল মিডিয়ায় মধ্যে দিয়ে তারা মানুষের কাছে আর্থিক বা খাদ্যসামগ্রী দিয়ে সাহায্যের অনুরোধ রাখে। এই অনুরোধ রাখতে এগিয়ে আসে বহু মানুষ। শহর, দেশ তো অবশ্যই পাশাপাশি বিদেশ থেকেও মিলেছে সাহায্য।
অদ্যয় চক্রবর্তী জানায়, নিউইয়র্ক থেকেও মানি অর্ডার করে তাদের টাকা পাঠানো হয়েছে।বর্তমানে তারা দুজনেই কাজ করছেন তবে কেউ যদি তাদের সাথে এই কাজে যোগদান করতে চায় অবশ্যই যোগ দিতে পারেন।
প্রমাশ্রী মিত্র জানায়, কেউ অসুবিধায় থাকলে ফোনের মাধ্যমে তাদের জানালে তারা সেখানেও সাহায্য পৌছে দিতে পারেন।এছাড়াও যারাই তাদের আর্থিক বা খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করতে চান তারা ৭৯০৮৭০৬৩৫৫ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
করোনা মহামারিতে সংক্রমণের তোয়াক্কা না করেই তাদের এই সেবামূলক কাজ সত্যিই প্রশংসার দাবী রাখে।