শিলিগুড়ি, ৩০ জুলাইঃ চম্পাসারি ও নিবেদিতা রোডে উচ্ছেদ অভিযান শিলিগুড়ি পুরনিগমের।রাস্তা ও ড্রেন দখল করে থাকা দোকান ভাঙতে মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু করে পুরনিগম।
কিন্তু চম্পাসারি মোড়ের কাছে থাকা সবজি বাজার ওঠাতে গেলে বাঁধার মুখে পড়তে হয় পুরনিগমকে। শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ তথা ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মণ সেখানে হাজির হন।সবজি বাজার ওঠানো যাবেনা বলে জানান তিনি।তাঁর নেতৃত্বে ব্যবসায়ীরা আন্দোলন শুরু করেন। এলাকায় তৃণমূলের পতাকা নিয়ে মিছিল হয়।এরপর সবজি বাজার উচ্ছেদ করতে পারেনি পুরনিগম।
পরবর্তীতে নিবেদিতা রোডে দোকান ভাঙার কাজ শুরু করে পুরনিগম।দোকান ও অবৈধ নির্মাণ ভাঙা হয়।
অন্যদিকে মেয়র পারিষদ দিলীপ বর্মণ বলেন, সবজি বাজারের ব্যবসায়ীরা ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।আমি উচ্ছেদ করতে দেবো না।আগে তাঁদের অন্য জায়গায় বসানোর ব্যবস্থা করা হোক।