শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ শিলিগুড়ির ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মহানন্দা নদীর চর দখলমুক্ত করার পর শুরু হয়েছে রাজনীতি।ঘটনাস্থল পরিদর্শন করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।এই ঘটনার পর নিন্দায় সরব হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ থেকে শুরু করে বিভিন্ন দলের নেতৃত্বরা।
সোমবার ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রাক্তণ বিধায়ক তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য।এদিন সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেন তিনি।পাশাপাশি পুর কমিশনার ও ইঞ্জিনিয়ারের কঠোর শাস্তি ও অপসারনের দাবিও জানান।
প্রসঙ্গত, গ্রীন ট্রাইব্যুনালের নির্দেশে শিলিগুড়ির ২ ও ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহানন্দা নদীর চর দখলমুক্ত করেছে শিলিগুড়ি পুরনিগম।এরফলে গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার।খোলা আকাশের নীচে এখনও রাত কাটছে অনেকের।