শিলিগুড়ি, ১২ ডিসেম্বরঃ আর্থিক সমস্যার কারণে পুরনিগম এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে।এর জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এসজেডিএ এর সহযোগিতা চেয়েছিলেন মেয়র গৌতম দেব।এই নিয়ে আজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে বৈঠক করলেন মেয়র।
এদিন বৈঠক শেষে মেয়র জানান, এবছর বর্ষায় শহর জলমগ্ন হয়ে পড়েছিল।সেই সমস্যা সমাধানে বেশকিছু কাজের প্রয়োজন রয়েছে।মন্ত্রীর সঙ্গে সেইসমস্ত কাজ নিয়ে আলোচনা হল।তিনি সহমত পোষণ করেছেন।
অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, দীর্ঘদিন এই দপ্তরের মন্ত্রী ছিলেন গৌতম দেব।তার অভিজ্ঞতা অনেক বেশি।কিছু কাজের প্রস্তাব দিয়েছেন।সেই কাজগুলো নিয়ে আলোচনা হয়েছে।