শিলিগুড়ি, ২১ নভেম্বরঃ শিলিগুড়ি পুরনিগম এলাকায় একাধিক উন্নয়নের কাজে সহযোগিতা করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর।মঙ্গলবার এই বিষয়ে উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
এদিনের বৈঠকে শহরের একাধিক উন্নয়নমূলক কাজ নিয়ে মন্ত্রীকে প্রস্তাব দেন মেয়র। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হবে।যা দিয়ে শহরের রাস্তাঘাট উন্নয়ন সহ একাধিক কাজ হবে।একই সঙ্গে ৩৪ নম্বর ওয়ার্ডে একটি ব্রীজ তৈরি করা হবে।এছাড়াও বিভিন্ন কাজ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন মন্ত্রী উদয়ন গুহ বলেন, পুরনিগম এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দ করা হবে।গোটা উত্তরবঙ্গ জুড়ে রাস্তাঘাট উন্নয়ন এবং নতুন ব্রিজ তৈরির কাজ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এছাড়া গ্রামীন এলাকায় লাগানো হচ্ছে সোলার লাইট।