উদ্দেশ্য পরিবেশদূষণ রোধ, সাইকেল যাত্রায় পরিবেশপ্রেমী তারকচন্দ্র পাল

শিলিগুড়ি,৩ ফেব্রুয়ারিঃ কলকাতা থেকে অসম, ফের অসম থেকে কলকাতা সাইকেল যাত্রা করলেন উত্তর ২৪ পরগনার তারক চন্দ্র পাল। উদ্দেশ্য পরিবেশদূষণ রোধ। ৫০ বছর বয়সী তারক চন্দ্র পাল গত ২৮ ডিসেম্বর কলকাতা থেকে অসমের কাজিরাঙার উদ্দেশ্যে রওনা দেন। একশৃঙ্গ গন্ডার সংরক্ষণে বনকর্মীদের উৎসাহিত করতে অসম সরকার কাজিরাঙায় আমন্ত্রণ জানিয়েছিলেন পরিবেশপ্রেমী তারক চন্দ্র পালকে। সেই আমন্ত্রনে সাড়া দিয়েই ২৮ ডিসেম্বর তিনি কলকাতা থেকে রওনা দেন এবং ১৭ জানুয়ারি কাজিরাঙায় পৌছান।এরপর ফের সাইকেল নিয়ে অসম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি।আজ তিনি শিলিগুড়ি এসে পৌছালে স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিক ফাউন্ডেশন টিম তাকে শহরে স্বাগত জানান। ফুলের তোড়া দিয়ে তাকে সম্মান জানান সংগঠনের কর্নধার শক্তি পাল। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা।


শিলিগুড়িতে এসেই সাধারন মানুষকে গাছ লাগানোর গুরুত্ব বোঝান তারক চন্দ্র পাল। সংগঠনের তরফে আজ তাকে আনন্দময়ী কালিবাড়িতে রাখার ব্যাবস্থা করা হয়েছে। আগামীকাল তিনি আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি জানান, এরপর লাদাখ যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *