শিলিগুড়ি,২০ জানুয়ারিঃ শিলিগুড়িকে অপরিকল্পিত শহর থেকে পরিকল্পিত শহর গড়ে তোলার ক্ষেত্রে একগুচ্ছ পরিকল্পনা গ্রহন করে ছিল বিগত বামফ্রন্ট সরকার।বিষেশ করে যানযট সমস্যা বা খেলাধুলো প্রসারের ক্ষেত্রে বড় ভুমিকা গ্রহন করেছিল বাম সরকার।কিন্তু বর্তমান সরকারকে এইসব বিষয়ে কোন উদ্যোগ গ্রহন করতে দেখা যাচ্ছে না।বুধবার সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন শিলিগুড়ি পুর প্রশাসক অশোক ভট্টাচার্য।
তিনি জানান, তাদের সময়ে এসজেডিএ শহরের উন্নয়নের ক্ষেত্রে নানা পরিকল্পনা গ্রহন করেছিল।কিন্তু বর্তমান সরকারের এই দপ্তর শহরকে পরিকল্পিত শহর গড়বার ক্ষেত্রে কোন উদ্যোগ গ্রহন করছে না।সেই কারনে বর্তমান সরকার মেয়াদের শেষ বেলায় যাতে শিলিগুড়ি শহরকে পরিকল্পিত শহর গড়ার বিষয়ে উদ্যোগ গ্রহন করে, সেই বিষয়ে রাজ্যের মুখ্যন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি পাঠাবেন বলে জানান তিনি।