শিলিগুড়ি,১৪ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির প্রথম মহিলা টোটোচালক ও সমাজসেবী হিসেবে বরাবরই তিনি শহরবাসীর কাছে পরিচিত, তবে করোনা আবহে শহরবাসী দেখল তার অন্য এক চেহারা। যার দরূণ ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও তার প্রশংসায় পঞ্চমুখ।
একদিকে করোনার ভয়ে গোটা শহরবাসী যখন জবুথবু, বাইরে বেরোলেই প্রাণে ভয় তখন করোনা আক্রান্তদের নিয়েই তিনি ছুটে চলেছেন মেডিক্যাল থেকে হাসপাতাল। প্রথম অবস্থায় কিছুটা ভয় পেলেও ধীরে ধীরে এই কাজে নিজেকে পুরোপুরিভাবে সমর্পণ করেন তিনি। ফোন পেলেই ছুটে যাচ্ছেন করোনা আক্রান্তের বাড়িতে তারপর সেখান থেকে আক্রান্তকে নিয়ে ছুটে যাচ্ছেন কোভিড হাসপাতালে। প্রানের তোয়াক্কা না করেই সাধারণ মানুষের দিকে যেভাবে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেই মনোভাবকে শ্রদ্ধা জানিয়ে মুনমুন দেবীর এই কর্মকান্ডকে প্রশংসা করে ট্যুইট করেছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। তার প্রশংসায় রীতিমতো আপ্লুত মুনমুন সরকার, তিনি জানান এই প্রশংসা তাকে আগামীতে এই কাজে আরও সাহায্য করবে।