নকশালবাড়ি,২৫ জানুয়ারিঃ পানীয় জলের সমস্যা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন গ্রামবাসীরা।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ৩১ জানুয়ারির মধ্যে জল পৌঁছানোর নির্দেশ দেন বিচারপতি। যদিও তার আগেই পানীয় জল পেয়েছেন গ্রামবাসীরা।
নকশালবাড়ির হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতে সেবদুল্লা গ্রাম।পানীয় জলের সমস্যা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন গ্রামবাসীরা।এরপরই গ্রামে জল সমস্যার সমাধানে কাজ শুরু করে পিএইচই দপ্তর।
এদিন সেবদুল্লায় পৌঁছে জেলাশাসক জলের খোঁজখবর নেন। পরে রাজ্য সরকারের সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন জেলাশাসক। একাধিক সমস্যা শুনে দ্রুত ব্যবস্থার নির্দেশ দেন তিনি। জেলাশাসক ছাড়াও ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, নকশালবাড়ির বিডিও প্রনব চট্টরাজ, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ, বিএমওএইচ, বিএলআরও সহ অন্যান্যরা।
জেলাশাসক জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল।তারপর কাজ হয়ে জল এল সেবদুল্লায়।
শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান, মুখ্যমন্ত্রী যা বলেন তা করেন। সেবদুল্লায় ৩৯২টি পরিবারের সদস্যরা বাড়ি বাড়ি জল পেয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সমস্ত প্রকল্প মানুষ পাচ্ছেন কিনা তার খোঁজখবর নিতেই এই সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি পালন হচ্ছে।