শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ মৃত্যুর ৯ দিন পর অবশেষে উলেন রায়ের মৃতদেহ নিয়ে বাড়ি ফিরল পরিবার।বিজেপির তরফে শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর উত্তরকন্যা অভিযানে মৃত্যু হয় বিজেপি কর্মী উলেন রায়ের।তার মৃত্যুর কারণ নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা।পুলিশের ছোড়া ছররা গুলিতে মৃত্যু হয়েছে উলেন রায়ের এমনটাই অভিযোগ করে মৃতের পরিবার ও বিজেপি নেতৃত্বরা।দ্বিতীয়বার মৃতদেহ ময়নাতদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় পরিবার।তবে দ্বিতীয়বার ময়নাতদন্তের অনুমতি না মিললেও ছররা গুলিতে যে উলেন রায়ের মৃত্যু হয়েছে তা পরিষ্কার ময়নাতদন্তের রিপোর্টে।তাতেই সন্তুষ্ট হয় বিজেপি নেতৃত্ব ও তার পরিবার।
অবশেষে মৃত্যুর ৯ দিনের মাথায় আদালতের নির্দেশ মেনে দেহ নিয়ে যেতে মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পৌছায় উলেন রায়ের পরিবার ও দার্জিলিং, জলপাইগুড়ি জেলার বিজেপি নেতৃত্ব ও সমর্থকেরা।তবে প্রশাসনিক টালবাহানায় দেহ পেতে বেগ পেতে হয় তাদের।ফলে বেশকিছুক্ষন বিক্ষোভও দেখান তারা।পরবর্তীতে সমস্ত নিয়ম মেনে দেহ নিয়ে গজলডোবার উদ্যশ্য রওনা হয় পরিবার।
তবে উলেন রায়ের মৃত্যু নিয়ে ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্য ও জলপাইগুড়ি জেলার বিজেপি সভাপতি বাপি গোস্বামী।তিনি বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে উলেন রায়ের মৃত্যুর প্রতিশোধ গুনে গুনে নেওয়া হবে’।