শিলিগুড়ি, ৮ ডিসেম্বরঃ ‘আমার চাকরি চাই, আমার চাকরি চাই’। কাঁদতে কাঁদতে আবেদন মৃত উলেন রায়ের স্ত্রীয়ের।সোমবার উত্তরকন্যা অভিযানের সময় মৃত্যু হয় গজলডোবার মান্তাদারির বাসিন্দা উলেন রায়ের।তার মৃত্যুর পর থেকেই সরগরম রাজ্যের রাজনীতি। বিজেপি সাংসদ থেকে কেন্দ্রীয় ও রাজ্য নেতারা রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন।এদিকে ময়নাতদন্তের রিপোর্ট বলছে শটগানের গুলিতে মৃত্যু হয়েছে উলেন রায়ের।রাজ্য পুলিশ ট্যুইটে জানিয়েছে সেই শটগান পুলিশ ব্যবহার করে না।এই শটগান বিজেপির কাছে ছিল বলেই দাবি তৃণমূলের।
এদিকে উলেন রায়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার।মৃত উলেন রায়ের বাড়িতে স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তিনজনই স্কুলে পড়ে৷ বাবার মৃত্যুর খবর পেতেই অঝোরে কেঁদেই চলেছে তারা।মঙ্গলবার সকালে উলেন রায়ের বাড়িতে রাজু বিস্ত, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায় সহ অন্যান্য সাংসদ ও বিজেপি নেতারা যান। সেখানে উলেন বাবুর স্ত্রী মালতি দেবী সাংবাদিকদের জানান, স্বামীর পঞ্চায়েত হওয়ার ইচ্ছে ছিল। দুই ছেলেকে চাকরিতে ঢোকানোরও ইচ্ছে ছিল।তাই এখন আমার চাকরি চাই, চাকরি চাই। আর কিছু চাইনা’।
এদিকে বিষয়টি নিয়ে মন্ত্রী গৌতম দেব বলেন, রাজ্য সরকার সহানুভুতিশীল।আমি ওই পরিবারের সঙ্গে দেখা করতে চাই।তাদের কাছে বার্তা পাঠাবো। তারা চাইলেই কয়েকদিনের মধ্যে যাবো।তাদের কথা শুনবো।