শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী উলেন রায়কে সমাধিস্ত করা হবে তার বাড়ির কাছেই।ইতিমধ্যেই সমাধিস্ত করার কাজ শুরু হয়েছে।জানা গিয়েছে, মৃতের বাবা ও স্ত্রীয়ের ইচ্ছেতেই বিজেপির তরফে সমাধি করার কাজ শুরু হয়েছে।
মৃত উলেন রায়ের আত্মীয় কিশোর রায় বলেন, উলেন রায়ের মৃত্যুর পর ভেঙে পড়েছে তার স্ত্রী এবং বাবা।তাদের ইচ্ছে বাড়ির কাছেই পুকুরের পাশে তার সমাধি তৈরি করা হোক।সমাধির পাশেই একটি মন্দির তৈরি করা হবে।পরিবারের ইচ্ছে পূরণ করতেই বিজেপির তরফে সমাধি নির্মাণ কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, উলেন রায়ের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।কৃষিকাজ করেই সংসার চালাতেন তিনি।বর্তমানে উপার্জনের মতো কেউ নেই।এই কারণে পরিবারের এক সদস্যকে চাকরি এবং তার ছেলে-মেয়ের পড়াশোনার জন্য আবেদন করা হয়েছে।বিজেপি সাংসদরা তার আশ্বাস দিয়েছেন।বিজেপি সাংসদ ও নেতাদের প্রতি তাদের বিশ্বাস রয়েছে।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিজেপির উত্তরকন্যা অভিযানে মৃত্যু হয় বিজেপি কর্মী উলেন রায়ের।ঘটনার পর বিজেপি অভিযোগ করে যে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে।তবে রাজ্য পুলিশের তরফে তা অস্বীকার করা হয়।যদিও উলেন রায়ের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে বিজেপির কার্যকর্তারা।