উলেন রায়ের বাড়িতে বিজেপি সাংসদরা, সিআইডি এর ভূমিকা নিয়ে তুললেন প্রশ্ন

শিলিগুড়ি, ৮ ডিসেম্বরঃ উত্তরকন্যা অভিযানে গিয়ে মৃত্যু উলেন রায়ের। ঘটনার পর থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি রাজ্য নেতৃত্ব। দ্বিতীয় বার দেহের ময়নাতদন্তের দাবি তোলে বিজেপি নেতৃত্ব ও পরিবার। আদালতেও যাওয়া হয়। সেইমতো জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। ৩ জন ডাক্তারের উপস্থিতিতে ও ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি হবে বলে জানা গিয়েছে।


মঙ্গলবার সকালেই গজলডোবায় মান্তাদারি গ্রামে মৃতের পরিবারের সঙ্গে দেখা করার জন্য পৌঁছান সাংসদ রাজু বিস্ত, জয়ন্ত রায়, নিশীথ প্রামাণিক সহ বিজেপি নেতৃত্বরা। সেখানে দীর্ঘক্ষণ মৃতের স্ত্রী মালতী রায়ের সঙ্গে কথা বলেন সাংসদ রাজু বিস্ত। এরপর সাংবাদিকদের রাজু বিস্ত বলেন, চাকরি বা ক্ষতিপূরণ তো পরিবার পাবেই। বিজেপি এই পরিবারের পাশে থাকবে। তবে আমরা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি৷ সকল সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হবো। আরও বলেন, সিআইডি এর উপর ভরসা নেই। সিআইডি মমতা ব্যানার্জির। তা পশ্চিমবঙ্গ বা জনগণের নয়।

জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ও সিআইডি এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। মৃতের আত্মীয়রা পরিবারের পাশে থাকার কথা বলেন বিজেপি সাংসদদের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş