জলপাইগুড়ি, ২৮ জানুয়ারিঃ উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আর্জি নাকচ করে দিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।
বৃহস্পতিবার এডিজি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।২২ ফেব্রুয়ারির মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতকে জানানোর কথা বলা হয়েছে।পাশাপাশি ৫ মার্চের মধ্যে তদন্তের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর উত্তরকন্যা অভিযানে শটগানের গুলিতে মৃত্যু হয় বিজেপি কর্মী উলেন রায়ের।পুলিশের গুলিতে উলেন রায়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তার পরিবার।যদিও পুলিশের তরফে দাবি করা হয় শটগানের ব্যবহার পুলিশ করে না।এরপরই সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন উলেন রায়ের পরিবার।
উলেন রায়ের পরিবারের আইনজীবী অভ্রজ্যোতি দাস বলেন, ‘তদন্তের গতিপ্রকৃতিতে সন্তুষ্ট না হলে আমাদের ফের আদালতের শরণাপন্ন হওয়ার পথ খোলা থাকছে।