খড়িবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাঁশ বোঝাই লরি

খড়িবাড়ি, ২৫ মেঃ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাঁশ বোঝাই লরি।খড়িবাড়ির সোনাচান্দি চা বাগানেরর ঘটনা।


জানা গিয়েছে, ঘোষপুকুর-খড়িবাড়ি রাজ্য সড়কে অসম থেকে বিহারের সাহারনপুরে বাঁশ নিয়ে যাচ্ছিল লরিটি।হঠাৎ সোনচান্দি চা বাগানে রাজ্য সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ ও খড়িবাড়ি ট্রাফিক গার্ডের কর্মীরা।পরে ক্রেনের সাহায্য লরিটিকে উদ্ধার করা হয়।যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই।গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *