খড়িবাড়ি, ২৭ ডিসেম্বরঃ জাতীয় সড়কে একের পর এক পথ দুর্ঘটনা।ফের গভীর রাতে দুর্ঘটনার কবলে পড়লো একটি লরি।খড়িবাড়ির দূর্গামন্দির সংলগ্ন ৩২৭ নম্বর জাতীয় সড়কের ঘটনা।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে রাজস্থান থেকে গুহাটির উদ্দেশ্যে যাচ্ছিল ডাল বোঝাই লরিটি।সেইসময় উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দেওয়ায় সময় রাস্তার পাশে থাকা গর্তে লরির চাকা পরে যায়।এরফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় লরিটি।
খবর পেয়ে আজ ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি ট্রাফিক গার্ডের কর্মীরা।ঘটনায় হতাহতের কোন খবর নেই।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
