রাজগঞ্জ, ২৮ জুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে গেল ধান বোঝাই লরি।শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাহুডাঙ্গি-গন্ডারমোড় রাজ্য সড়কের বলরাম হাট সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধান বোঝাই লরিটি বলরাম সংলগ্ন একটি কারখানার দিকে যাচ্ছিল।ওই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায় গাড়িটি।লরির চালক সামান্য আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানেলমোড় ট্রাফিক আউট পোস্ট ও ভোরের আলো থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্তে পুলিশ।