শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারিঃ ফের দুর্ঘটনার কবলে টয়ট্রেনের ইঞ্জিন। দার্জিলিং থেকে তিনধারিয়া আসার পথে উল্টে গেলো টয়ট্রেনের স্টিম ইঞ্জিন।
জানা গিয়েছে, বিকল হয়ে পড়েছিল স্টিম ইঞ্জিনটি। সেই কারণে ডিজেল ইঞ্জিন দিয়ে মেরামতের জন্য দার্জিলিং থেকে তিনধারিয়া নিয়ে আসা হচ্ছিল ইঞ্জিনটিকে।
তবে মাঝ পথেই উলটে যায় সেই স্টিম ইঞ্জিনটি। যদিও এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। পাহাড়ি রাস্তায় ইঞ্জিন উল্টে যাওয়ায় কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল।