শিলিগুড়ি, ১৯ নভেম্বরঃ শিলিগুড়ি ও উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের টেট ইস্যুতে কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। শনিবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে শিক্ষা প্রতিমন্ত্রী।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গ দুর্নীতির আতুরঘর।যে কোনো জায়গায় খোঁচা মারলেই দুর্নীতি বেরিয়ে আসবে।পশ্চিমবঙ্গের মানুষ এই দুর্নীতির খোলসা করতে চাইছে।এই দুর্নীতির জন্য আসল যারা চাকরিপ্রার্থী তারা চাকরি পায়নি, তারা বঞ্চিত হয়েছে।এই দুর্নীতি করার কারণেই রাজ্য সরকারের মন্ত্রী ও নেতারা জেলে রয়েছে।
পাশাপাশি বিজেপির দুই প্রতিমন্ত্রী নীশিথ প্রামানিক ও জন বার্লার গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে তিনি জানান, এগুলো সব কিছু নাটক।সরকারের মন্ত্রীরা জেলে রয়েছে তার প্রতিহিংসাপরায়ণ আইনগত প্রক্রিয়া জারি করেছে।যার কোন কিছু প্রমাণ হবে না, আর কিছুই হবে না।