শিলিগুড়ি, ২৫ এপ্রিলঃ গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ি শহরজুড়ে একের পর এক বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল সারা শহর। তাই শহরবাসীকে সচেতন করতে ইউনিক ফাউন্ডেশন টিম অভিনব কর্মসূচী গ্রহণ করল।
করোনা ভাইরাসের জীবাণু ও প্রানদায়ী অক্সিজেন এই দুই রূপে সজ্জিত হয়ে তারা মানুষের মধ্যে সচেতনবার্তা পৌছে দেন। রবিবার বিকেলে মহাবীরস্থানে তারা তাদের এই অভিনব কর্মসূচী শুরু করেন।এরপর শহরের বিভিন্ন জায়গায় তারা এই সচেতনতা প্রচার চালান।