শিলিগুড়ি, ৫ ডিসেম্বরঃ শিলিগুড়ির সুভাষপল্লী এলাকায় দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বাড়িতে গেল ফরেন্সিক দল।
সোমবার সুভাষপল্লীতে ফরেন্সিক বিশেষজ্ঞরা যান।কিছুদিন আগে ১৮ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীতে উজ্জ্বল কুমার সিনহা ও দেবলীনা সরকার সিনহার মৃতদেহ উদ্ধার হয়।বন্ধ ঘর থেকে স্বামী স্ত্রীয়ের দেহ পাওয়া যায়।ঘরে সুইসাইড নোট পাওয়া যায়।এছাড়াও পোড়ানো কিছু কয়লাও পাওয়া যায়।
পুলিশের অনুমান, কয়লা জ্বালিয়ে ঘরে কার্বন মনোক্সাইড তৈরি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।সুইসাইড নোটেও আত্মহত্যার কথা জানিয়েছে ব্যক্তি।
কিন্তু এরপরও পুলিশ স্পষ্ট হতে চাইছে কীভাবে আত্মহত্যা করেছে দম্পতি? কয়লা ছাড়াও কোনও রাসায়নিক ব্যবহার নাকি অন্য কিছু ব্যবহার হয়েছে? যেকারণে ফরেন্সিক দলকে খবর দেওয়া হয়। সোমবার বাড়িটিতে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা।সেখানে পোড়ানো কয়লা ছাড়াও অন্যান্য বেশকিছু নমুনা সংগ্রহ করা হয়েছে।যেগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে।