রাজগঞ্জ, ২২ ডিসেম্বরঃ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি নিয়ে বৈঠক করা হল বেলাকোবায়।সোমবার বেলাকোবা দেবী চৌধুরানী সভাকক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রামমোহন রায়, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সর্বানী ধারা রায়, অর্চনা রায়, উত্তরা বর্মণ-সহ দলের একাধিক নেতা-কর্মী।
বৈঠকে ‘উন্নয়নের পাঁচালি’রথযাত্রাকে কীভাবে সাধারণ মানুষের মধ্যে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক কাজের কথা তুলে ধরেন।
এই বিষয়ে রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সর্বানী ধারা রায় বলেন, গত ১৫ বছরে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেস ‘উন্নয়নের পাঁচালি’তৈরি করেছে।সেই উন্নয়নের পাঁচালির রথযাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে।এই যাত্রার মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরছি।
