জলপাইগুড়ি, ১০ জানুয়ারিঃ ৪ কোটি টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ।
শনিবার দেশবন্ধু নগর হাইস্কুলের মাঠ থেকে একটি কর্মসূচির মধ্য দিয়ে পার্ক, রাস্তা ও ল্যাবরেটারি সহ মোট ৯টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।
উন্নয়ন মূলক কাজ গুলির মধ্যে রয়েছে উত্তরবঙ্গ ইউনিভার্সিটি ক্যাম্পাসের যাওয়ার রাস্তা ও ফুটপাত,পান্ডা পাড়ার মূল রাস্তা থেকে সার্ফের মোড় পর্যন্ত রাস্তা, ১৮ ও ২৪ নম্বর ওয়ার্ডের রাস্তা সংস্কার, দেশবন্ধু নগর হাইস্কুলের চিল্ড্রেন পার্ক, ফনীন্দ্রদেব হাইস্কুলের কেমেস্ট্রি বিভাগের ল্যাবোটারি, এছাড়া ২৪ ও ৪ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা।অন্যদিকে গোশালা এলাকায় রাস্তা সংস্কার করে নতুন রূপে রাস্তা তৈরি করা হয়।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি ডাইরেক্টর ভাইস চেয়ারম্যান কৃষ্ণ কুমার কল্যাণী, জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, এসজেডিএ চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ সহ অন্যান্যরা।