শিলিগুড়ি, ১৬ জুনঃ দীর্ঘদিন ধরে জলমগ্ন অবস্থায় রয়েছে আইওসি সংলগ্ন জাবরাভিটা আন্ডারপাস।এখনও কোনও সুরাহা না হওয়ায় অবশেষে বিক্ষোভে নামলেন এলাকাবাসীরা।
স্থানীয়রা জানান, অল্প বৃষ্টিতেই এই আন্ডারপাসে জল জমে যায়।গত ১৫ দিন ধরে আন্ডারপাসটি জলমগ্ন অবস্থায় রয়েছে।যার জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।বর্তমানে রেললাইন টপকে পারাপার হতে হচ্ছে তাদের।
এলাকার বাসিন্দা বিশ্বজিৎ গুহ বলেন, এই রাস্তা জলমগ্ন থাকায় তিন কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দেখে গেলেও কোনরকম পদক্ষেপ গ্রহণ করেনি।যে কারণে বিক্ষোভে নেমেছেন তারা।তাদের দাবি,শীঘ্রই এখানকার জল নিকাশি ব্যবস্থা উন্নত করা হোক।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এই জলমগ্ন আন্ডারপাস পরিদর্শন করতে গিয়েছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জী।