শিলিগুড়ি, ৭ মেঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে স্মারকলিপি দিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে স্মারকলিপি প্রদান করে তৃণমূল ছাত্র পরিষদ। এদিন অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগ, ছাত্র-ছাত্রীদের ফেলোশিপ সহ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে খাবারের দ্রুত সমাধানের দাবি জানানো হয়।
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হরিপদ সিংহ জানান, বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ এবং সমস্ত ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধান করতে হবে।তা নাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশীষ দত্ত জানান, নির্বাচনী নিয়মবিধি মেনে এই মুহূর্তে কিছু কাজ বন্ধ রয়েছে।উপাচার্য নিয়োগ বিষয়টি আর্চার্যের ওপর নির্ভর। উপাচার্য না থাকায় সমস্যা হচ্ছে বলে তিনিও জানান।
প্রসঙ্গত, গত ১৯শে এপ্রিল থেকে উপাচার্যহীন অবস্থায় রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।