রাজগঞ্জ, ২১ ডিসেম্বরঃ রাজগঞ্জের চেয়ারীখাঁড়িতে ঠাকুর পঞ্চানন বর্মার ১১৩ তম উপনয়ন দিবস উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হল। আগামী ২৭শে মাঘ ঠাকুর পঞ্চানন বর্মার উপনয়ন দিবস।
রাজবংশী ক্ষত্রিয় জাতির ১১৩তম উপনয়ন দিবস উদযাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজবংশী ক্ষত্রিয় মিলন দিবস ও কুলগুরু–কুলশিষ্য সম্মেলন পালনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলগুরু কুলশিষ্য ও ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানের জলপাইগুড়ি জেলা কমিটির ব্যবস্থাপনায় রবিবার
রাজগঞ্জের মেহেন্দিগছে করতোয়া নদীর পাড়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের SC–OBC জেলা সভাপতি কৃষ্ণ দাস, মাটিগাড়া–নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন, কমিটির সভাপতি করুণা কান্ত অধিকারী, হরদেব অধিকারী, বিধান রায়-সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা।
এদিন সভায় আগামী ২৭শে মাঘের অনুষ্ঠান কীভাবে সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও মর্যাদাপূর্ণভাবে আয়োজন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান, শৃঙ্খলা রক্ষা, অতিথি আপ্যায়ন এবং সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেন উপস্থিত নেতৃত্বরা। এই অনুষ্ঠান সফল করার আহ্বান জানানো হয়।
