শিলিগুড়ি, ২৩ অক্টোম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনীতে শুরু হল উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনীর নিচ পাড়ার বাসিন্দাদের দির্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হোক।নির্বাচনের আগে ভোটারদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে।সেই অনুযায়ী ২৮ লক্ষ টাকা ব্যয়ে কাউন্সিলর তাপস চ্যাটার্জির উদ্যোগে শুরু হল উপস্বাস্থ্য কেন্দ্রের কাজ।এদিন উপস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করেন ৪ নম্বর বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা।
এই বিষয়ে কাউন্সিলর তাপস চ্যাটার্জি জানান,মানুষের সু-চিকিৎসার তাগিদে এই উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হচ্ছে।আগামী ৬মাসের মধ্য দ্বিতল বিশিষ্ঠ ভবন সম্পুর্ন রুপে তৈরি হবে।দক্ষ চিকিৎসকদের দ্বারা মানুষের চিকিৎসা করা হবে।
