ফাঁসিদেওয়া, ১০ এপ্রিলঃ ফাঁসিদেওয়ার ঘোষপুকুর উড়ালপুলে বড়সড় ফাটল।ঘোষপুকুর-সলসলাবাড়ি প্রজেক্টের ৩১ডি জাতীয় সড়কের সংযোগস্থাপনকারী উড়ালপুলে ফাটল নজরে আসতেই ঘোষপুকুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হল যান চলাচল।
জানা গিয়েছে, এর আগেও বহুবার উড়ালপুলে ফাটল নিয়ে সরব হন স্থানীয়রা।গতবছর আগস্ট মাসে কান্তিভিটায় ফাটল ধরা পরার পর ফের ফাটল ধরা পরায় উৎবিগ্ন স্থানীয়রা।
ইতিমধ্যেই পুরো বিষয়টি জানানো হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে।এদিন ফাটল নজর আসলেও দীর্ঘক্ষণ ফাটলের পাশ দিয়ে যানবাহন চলাচল করে।যদিও পরে পুলিশের পক্ষ থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।