শিলিগুড়ি, ১২ জুলাইঃ শিলিগুড়িতে ১৮৭৬ ইউএস ট্রেড ডলার বিক্রি করার অভিযোগে দুজনকে গ্রেফতার করলো উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়ির পুলিশ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট।ধৃতদের নাম মহম্মদ শরফুদ্দিন(৫৪) এবং দীপাঞ্জন মজুমদার(৪৮)।দুজনই শিলিগুড়ির বাসিন্দা।
জানা গিয়েছে, দুজনই উত্তর দিনাজপুর থেকে আসে।এরপর মেডিক্যাল ফাঁড়ি অন্তর্গত কদমতলায় একটি হোটেলে ছিল।ইউএস ট্রেড ডলার বিক্রি করার উদ্দেশ্যে ছিল তারা।এই খবর পেয়েই ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম ক্রেতা সেজে সেখানে পৌঁছায়।সেইসময় দুজনের কাছ থেকে উদ্ধার হয় ১৮৭৬ ইউএস ট্রেড ডলার।এই ডলারের কোন বৈধ নথী না দেখাতে পারায় দুজনকে গ্রেফতার করা হয়।১৮৭৬ ইউএস ট্রেড ডলারের ভারতীয় মূল্য ৭৫ লক্ষ টাকা।
ডিটেকটিভ ডিপার্টমেন্ট সূত্রে খবর, দেড়শো বছর আগে বিভিন্ন দেশে ইউএস ট্রেড ডলারকে ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হতো।বর্তমানে এই ডলার নিজের কাছে রাখা এবং বিক্রি করা আইনি অপরাধ।আগামীকাল ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্তে উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়ির পুলিশ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট।