খড়িবাড়ি, ১৮ অক্টোম্বরঃ উত্তরবঙ্গ সফরে এসেই খড়িবাড়ির বাতাসীতে উৎকর্ষ বাংলা কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
এদিন বাতাসীতে উৎকর্ষ বাংলা কেন্দ্র পরিদর্শন করার পাশাপাশি কেন্দ্রের কর্মীদের সঙ্গে আলোচনা করেন তিনি এবং কেন্দ্রের কাজ খতিয়ে দেখেন।পরিদর্শনে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পন্নমবলম, বিডিও ও অন্যান্য আধিকারিকরা।
মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, রাজ্যে মোট ১২লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যাতে মোট এক কোটি মহিলারা যুক্ত।মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলের পোশাক দেওয়া হচ্ছে এবং এই পোশাক তৈরী করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।এর ফলে সারাবছর স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাজ পাচ্ছেন।স্বল্প খরচে পোশাক তৈরী হচ্ছে তেমনি তারাও আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। পাশাপাশি আগামী দিনে হাসপাতাল ও জেলের ক্ষেত্রে বিভিন্ন পোশাক তৈরীর কাজ শুরু হবে তাতেও মহিলারা কাজ পাবেন।
