শিলিগুড়ি, ৭ জানুয়ারিঃ রক্ত সংকট মেটাতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।এই কারণে মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত প্রত্যেক শনিবার করে বিভিন্ন থানায় উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
শনিবার মাটিগাড়া থানার উদ্যোগে এবং শিলিগুড়ি তেরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেনশিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী।রক্তদাতাদের হাতে শংসাপত্র, মেডেল ও গোলাপ তুলে দেন পুলিশ কমিশনার।শিবিরে পুলিশ কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও রক্তদান করেন।