শিলিগুড়ি,২৭ মেঃ শুক্রবার আশিঘর ফাঁড়িতে আশিঘর ফাঁড়ির ব্যবস্থাপনায় এবং শিলিগুড়ি তরাই লায়ন্স ক্লাবের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল।
এদিনের শিবিরে রক্তদান করেন পুলিশ কর্মী সহ স্থানীয় যুবক যুবতীরা।শিবিরে ৫০ ইউনিট রক্তের যোগানের লক্ষ্যমাত্রা রয়েছে।সংগৃহীত রক্ত শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাংকে পাঠানো হবে।
