উত্তপ্ত দিনহাটা, নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহর মধ্যে হাতাহাতি! সকাল থেকে বনধের পরিস্থিতি  

কোচবিহার, ২০ মার্চঃ লোকসভা ভোটের আগে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা।কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।গতকালের ঘটনার পর বুধবার সকাল থেকেই দিনহাটায় বন্ধ দোকানপাট।থমথমে দিনহাটা শহর সহ বিভিন্ন এলাকা।রাস্তার বিভিন্ন জায়গায় রয়েছে পুলিশি নজরদারি।


উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা নাগাদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর মুখোমুখি লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা।বিজেপির অভিযোগ, নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস।ছোড়া হয় পাথর, গুলি ও বোমা।

অন্যদিকে তৃণমূলের অভিযোগ, কনভয় থামিয়ে হামলা চালায় নিশীথ প্রামাণিকের কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপি কর্মীরা।দুই পক্ষের হাতাহাতি লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নেয় দিনহাটা।ঘটনায় আহত হন দুপক্ষের বেশকিছু কর্মী।নিশীথ প্রামানিক ও উদয়ন গুহের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি বেঁধে যায়।পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ, লাঠির আঘাতে মাথা ফাটে মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্রের।তড়িঘড়ি তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খবর পেয়ে ছুটে আসেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।


ঘটনার পরেই দিনহাটা মহাকুমা জুড়ে ২৪ ঘন্টা বনধের ডাক দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। অন্যদিকে জেলা পুলিশ সুপার অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি।বুধবার সকাল থেকে বনধের ছবি ধরা পড়ছে দিনহাটা জুড়ে।বন্ধ রয়েছে দোকানপাট।

অন্যদিকে গতকাল রাতেই এই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছিল রাজ্যপাল।আজই কোচবিহারের দিনহাটা আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।সবমিলিয়ে ভোটের আগে উত্তপ্ত কোচবিহারের রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş