চলছে ভোটগণনা।পশ্চিমবঙ্গে এখনও অবধি ২০২টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
অষ্টম রাউন্ডের পর রায়গঞ্জে ৩৯৯ ভোটে এগিয়ে তৃণমূল।কালিয়াগঞ্জে ১২ রাউন্ডের পর ১৭, ৭০৭ ভোটে এগিয়ে বিজেপি।১২ রাউন্ডের পর ইটাহারে ১,২৯৫ ভোটে এগিয়ে বিজেপি।
এদিকে ১০ রাউন্ডের পর ১৪,২৪৯ ভোটে এগিয়ে তৃণমূল।হেমতাবাদে ১২ রাউন্ডের পর ৯,২১৫ ভোটে এগিয়ে তৃণমূল।৫ রাউন্ডের পর ইসলামপুরে ১৬,৯৫৫ ভোটে এগিয়ে তৃণমূল।চাকুলিয়ায় ১১,৮৫২ ভোটে এগিয়ে তৃণমূল এবং গোয়ালপোখরে ১৩,৫০০ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল।