শিলিগুড়ি, ২ ফেব্রুয়ারিঃ মাটিগাড়া থানার অন্তর্গত উত্তরায়ণ পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।
জানা গিয়েছে, উত্তরায়ণে জনসংখ্যা বৃদ্ধি হওয়ায় পুরোনো ফাঁড়িকে নতুন করে তৈরি করা হয়েছে।পাশাপাশি এদিন উত্তরায়ন ফাঁড়ির পাশেই একটি কালি মন্দিরের উদ্বোধন করেন কমিশনার গৌরব শর্মার মা বিপিন বালা শর্মা।
এই বিষয়ে কমিশনার গৌরব শর্মা বলেন, উত্তরায়ন পুলিশ ফাঁড়িকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে।উত্তরায়ন টাউনশিপ, চাঁদমুনী ওয়েলফেয়ার সোসাইটি সহ এলাকার মানুষদের সুরক্ষার স্বার্থেই এই পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়েছে।
এদিনের উদ্বোধন অনুষ্ঠানে ডিসিপি জয় টুডু, এসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা, এসিপি মনিষ কুমার যাদব, রিজার্ভ অফিসার অমন রাজা, মাটিগাড়া থানা, শিলিগুড়ি থানা, ভক্তিনগর থানা, মেডিক্যাল ফাঁড়ি এবং উত্তরায়ণ ফাঁড়ির ইনচার্জ সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।