শিলিগুড়ি,২৭ মেঃ শিলিগুড়ির মাটিগাড়ায় উত্তরায়ণ টাউনশিপে গাছ কাটা নিয়ে সরব হয়েছে সেখানকার আবাসিকেরা। অভিযোগ, কয়েকদিন আগে টাউনশিপে গাছ কেটে একটি অবৈধ নির্মাণ করা হয়েছে। বহু বছর পুরোনো একটি গাছ সেখানে ছিল।কিন্তু কোনওরকম অনুমতি না নিয়ে সেই গাছটি কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ।
সোমবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন উত্তরায়ণের আবাসিক ও আইনজীবী অনুপ সরকার। তিনি বলেন, “আমাদের কারোর জানা ছিল না। কিন্তু হঠাৎ করে একটি গাছ কেটে সেখানে নির্মান করা হয়েছে। উত্তরায়ণ গ্রিন জোনের মধ্যে রয়েছে। সেখানে কোনওরকম নতুন নির্মান করা যাবে না। সেই আইন না মেনে নির্মান হয়েছে। গাছ কাটার বিষয়ে বন দফতরকে জানানো হয়েছে। কিন্তু তারা কোনও তদন্ত করেনি। অবৈধ নির্মাণের ব্যাপারে বিডিওকে জানানো হয়েছে।”
উত্তরায়ণ টাউনশিপের ম্যানেজিং কমিটির ভূমিকাতেও তিনি অসন্তোষ প্রকাশ করেন।
হয়তো বন দফতরকে মোটা অঙ্কের অর্থ দিয়েছে।