শিলিগুড়ি, ১১ জুনঃ দ্যা বেঙ্গল চেম্বার্স এডুকেশন কমিটির তরফে ‘উত্তরবঙ্গ রত্ন ২০২৩’ এর আয়োজন করা হল।শনিবার সন্ধ্যেয় শালুগাড়ার একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দ্যা বেঙ্গল চেম্বার্স এডুকেশন কমিটির তরফে সেইসমস্ত ব্যক্তিত্বদের ‘উত্তরবঙ্গ রত্ন’ সম্মানে সম্মানিত করা হয়।
খেলাধূলার ক্ষেত্রে মান্তু ঘোষ, ব্যবসায় রুদ্র চ্যাটার্জি, শিক্ষা ক্ষেত্রের উন্নতির জন্য সেন্ট পলস স্কুল, সমাজকে এক নতুন দিশা দেখানোর ক্ষেত্রে রীতা সেনগুপ্ত এবং স্বাস্থ্য ক্ষেত্রে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ‘উত্তরবঙ্গ রত্ন’ সম্মানে সম্মানিত করা হয়েছে।এর পাশাপাশি ‘উত্তরের নক্ষত্র’ বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে বিশিষ্ট সাহিত্যিক প্রয়াত সমরেশ মজুমদারকে।
এছাড়াও এদিন শিক্ষা, সমাজ ও স্বাস্থ্য নিয়ে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়।এইসমস্ত ক্ষেত্রে কিভাবে আরও উন্নতি করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।