শিলিগুড়ি, ২৩ অক্টোবরঃ ধসে বিধ্বস্ত পাহাড়, পাহাড় পরিস্থিতির খোঁজ নিতে উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।অন্যদিকে দিনহাটা উপনির্বাচন নিয়ে কড়া সমালোচনাও করেন তিনি।
শনিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে নিশীথ প্রামাণিক বলেন, “যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে সাধারণ মানুষের পাশে প্রত্যেকের থাকা উচিত।তার জন্য অবশ্যই তাকে সাধুবাদ জানাবো।তবে এটা কিছুটা বিলম্বিত হয়ে গেছে।আরও কিছুটা আগে করলে ভালো হতো”।
অন্যদিকে দিনহাটা উপনির্বাচন এবং সেখানকার বিজেপি প্রার্থী অশোক মন্ডলকে প্রচারে বাঁধা দেওয়ার ঘটনার কড়া সমালোচনা করেন।তিনি বলেন, রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন জিতেছে শাসকদল।ভবানীপুর উপনির্বাচনেও সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে।একইভাবে দিনহাটাতে তৃণমূল কংগ্রেস যেভাবে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে দিনহাটার মানুষ তাতে বিন্দুমাত্র বিভ্রান্ত হয়নি।সাধারণ মানুষ বেরোবে এবং বিজেপি প্রার্থী অশোক মন্ডলকে বিপুল ভোটে জয়ী করবে।