নিউজ ডেস্কঃ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।জারি হয়েছে কমলা সতর্কতা।আগামী শনিবার অবধি এই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
সোমবার সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে।মঙ্গলবার থেকে এই বৃষ্টির পরিমাণ বাড়বে।আগামীকাল থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়।বুধ ও বৃহস্পতিবার অতিভারী বৃষ্টিপাত হবে উত্তরের জেলাগুলিতে।