শিলিগুড়ি, ২১ ডিসেম্বরঃ শীত মানেই পিঠে পুলি পায়েশ।বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আজ থেকে শুরু হল উত্তরবঙ্গ পৌষ মেলা।
জানা গিয়েছে, প্রতিবছরের মত এবছরও শিলিগুড়ির সূর্যসেন পার্কের পাশে মহানন্দা নদীর চড়ে পৌষ মেলার আয়োজন করা হয়েছে।এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পৌষ মেলার সূচনা করা হয়।ধামসা মাদলের তালে শোভাযাত্রায় সামিল হন কচিকাঁচা থেকে প্রচুর মানুষ।পৌষ মেলায় শুধু পিঠে পুলি নয় পাশাপাশি থাকবে অন্যান্য খাবারের দোকানও।প্রায় ৪০টি স্টল বসছে এবারে।আগামী ২ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা।
এই বিষয়ে বিদ্যাপতি আগরওয়াল জানান, প্রত্যেক বছর পৌষমেলার আয়োজন করা হয়।মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।