শিলিগুড়ি পুরভোটে নির্দল হয়ে লড়ছেন উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির সদস্যরা

শিলিগুড়ি, ৭ জানুয়ারিঃ নির্দল হয়ে শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে লড়াইয়ে নেমেছে উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির সদস্যরা।   


নিজেদের অস্থিত্ব তৈরি করতে পুর নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করে উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি।শিলিগুড়ির ১,৫, ১৪,১৮ এবং ২৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়ে লড়াই করছেন উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির সদস্যরা।

শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন সংগঠনের সভাপতি কিরণ রাউত।তিনি জানান,তাদের প্রার্থীরা জয়লাভ করলে সবার প্রথমে শিলিগুড়িকে যানযট মুক্ত ও বহুতলে গ্যারেজের নামে কমার্শিয়াল ব্যবহার বন্ধ করার উদ্যোগ গ্রহন করা হবে।পাশাপাশি শহরকে জঞ্জালমুক্ত করার পরিকল্পনা গ্রহন করবে তারা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis YeniBets10 Giriş