শিলিগুড়ি, ২৬ জুনঃ দলের নেতা কর্মীদের নিয়ে আলোচনা, পুরভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ৩ দিনের উত্তরবঙ্গ সফরে আসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার সকালে এনজেপি স্টেশনে নামেন তিনি।সেখান থেকে কোচবিহারে যান।এদিন স্টেশনে নেমে বিভিন্ন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ।
সম্প্রতি মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর আরও কিছু বিজেপি বিধায়কের তৃণমূলে যাওয়ার জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।তা নিয়ে দিলীপ ঘোষ বলেন, যারা যাওয়ার চলে গিয়েছেন।বোঝা কমে গিয়েছে।আবর্জনা যত তাড়াতাড়ি যায় ভাল।কোনো কাজের লোক তৃণমূল যাবেনা।
এদিকে কলকাতায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জন দেব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পিঠ বাঁচানোর চেষ্টা হচ্ছে।কেউ ধরা পড়ে গেলে তদন্ত কমিশন, এসআইটি গঠন করে তদন্ত শেষ করা হচ্ছে।অন্যদিকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি নিয়ে সরব হয়েছেন বিজেপির কিছু সাংসদ ও বিধায়ক।যদিও বিজেপি রাজ্য ভাগের পক্ষে নয় বলে জানান দিলীপ ঘোষ।