ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি, ২০ জানুয়ারিঃ ফের শিলিগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী।আজ বিকেল তিনটের সময় বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী আসছেন।মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা চলে আসবেন শিবমন্দিরের আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের মাঠে।সেখানেই উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন তিনি।


উত্তরবঙ্গ উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী দার্জিলিং অভিমুখে রওনা হবেন। আগামীকাল অর্থাৎ ২১ জানুয়ারি মুখ্যমন্ত্রীর কোন অনুষ্ঠান না থাকলেও ২২তারিখে এনআরসি ও সিএএ’র বিরুদ্ধে পদযাত্রা আছে। পদযাত্রা দার্জিলিং এর ডালি থেকে শুরু হয়ে দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ডে এসে শেষ হবে। 

২৩শে জানুয়ারি দার্জিলিং ম্যাল থেকে নেতাজির জন্মজয়ন্তী পালনের পর মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে আসবেন। ২৩ তারিখ  উত্তর কন্যায় রাত্রি যাপন করে ২৪তারিখ মুখ্যমন্ত্রী কলকাতা ফিরে যাবেন বলে জানা গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *