উত্তরের দিশারী সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি

শিলিগুড়ি, ১০ আগস্টঃ উত্তরের দিশারী সংস্থার পক্ষ থেকে পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।


পরিবেশ বাঁচাতে ও পরিবেশের স্বার্থে বিশ্ব পরিবেশ দিবস দিন থেকেই উত্তরের দিশারী সংস্থা বৃক্ষরোপণ করে আসছে।রবিবার ৩০ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ করা হয়।

এদিনের অনুষ্ঠানে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় শিক্ষক বিনয় বাবু, ওয়ার্ডের কো-অর্ডিনেটর, স্বপন দাস, সুব্রত সংঘের সভাপতি ভাস্কর বিশ্বাস সহ উত্তরের দিশারীর সদস্যরা উপস্থিত ছিলেন।


 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibombaywingrandpashabet giriş