শিলিগুড়ি, ২৮ মার্চঃ বেকার বিরোধী দিবসে আজ উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে ডিওয়াইএফআই।এদিকে এই উত্তরকন্যা অভিযানে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
ডিওয়াইএফআই এর মিছিল রুখতে জলপাইমোড় থেকে তিনবাত্তি পর্যন্ত প্রচুর সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।ডিওয়াইএফআই কর্মীরা যাতে উত্তরকন্যায় পৌঁছতে না পারে, সেজন্য ব্যারিকেড দিয়েছে পুলিশ। জানা গিয়েছে, উত্তরকন্যা অভিযান রুখতে প্রায় ৮০০ পুলিশকর্মী ময়দানে রয়েছে।