ফুলবাড়ি, ২৫ ফেব্রুয়ারিঃ ১২ দফা দাবীতে উত্তরকন্যায় ডেপুটেশন প্রদান করলো অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার ফুলবাড়ির অটো স্ট্যান্ডে জমায়েত হয়ে উত্তরকন্যার উদ্দেশ্যে মিছিল শুরু হয়।উত্তরবঙ্গের সাতটি জেলা সহ মুর্শিদাবাদ ও নদিয়া জেলার ইমামরা অংশগ্রহণ করেন এই মিছিলে।ফুলবাড়ি মার্ডার মোড়ে সেই মিছিল আটকে দেয় পুলিশ। পরে আটজনের একটি প্রতিনিধি দল উত্তরকন্যায় গিয়ে ১২ দফা দাবিতে স্মারকলিপি জমা দেয়।
এই বিষয়ে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের কনভেনর মহম্মদ বশিরউদ্দিন জানান, ২০২৪ ওয়াকফ বিল বাতিল করতে হবে, ওবিসি সার্টিফিকেট বাতিল করা যাবে না এবং সুপ্রিম কোর্টের মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে, ইমাম ভাতা বাড়াতে হবে কমপক্ষে ২০ হাজার টাকা করতে হবে, ওয়াকফ বোর্ডের অফিস উত্তরবঙ্গে স্থাপন করতে হবে, আন এ্যাডেড মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সম্মানিক সহ পরিকাঠামোর উন্নত করতে হবে,উত্তরবঙ্গের মানুষের যাবতীয় ডকুমেন্টেশনের কাজ যাতে উত্তরকন্যা থেকেই করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা সহ মোট ১২ দফা দাবি নিয়ে আমাদের স্মারকলিপি প্রদান করা হল।
