শিলিগুড়ি, ৩ অক্টোম্বরঃ বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে পশ্চিমবঙ্গ মিড-ডে মিল কর্মী ইউনিয়নের উত্তরকন্যা অভিযান।উত্তকন্যা যাওয়ার আগেই মিছিল আটকে দিল পুলিশ।
মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে নৌকাঘাট মোড় থেকে মিছিল করে উত্তরকন্যার অভিমুখে রওনা হন কর্মী সমর্থকেরা।এরপর মিছিলটি তিনবাত্তি মোড়ের কাছে পৌঁছাতেই আটকে দেয় পুলিশ।ঘুরিয়ে দেওয়া হয় মিছিলের পথ। পরবর্তীতে তিনবাত্তি মোড় সংলগ্ন একটি মাঠে জনসভা করা হয়।এরপর ৫ জনের একটি প্রতিনিধি দল উত্তরকন্যায় গিয়ে স্মারকলিপি প্রদান করে।
এই বিষয়ে সংগঠনের সাধারন সম্পাদীকা মধুমিতা বন্ধোপাধ্যায় জানান, ২০১৩ সাল থেকে মিড ডে মিলের কর্মীদের কোনরকম বেতন বৃদ্ধি করা হয়নি।শুধুমাত্র কেন্দ্রের ১ হাজার ও রাজ্যের পাঁচশো টাকা মিলিয়ে মোট পনেরোশো টাকা পান তারা।অবিলম্বে ২১ হাজার টাকা বেতন দেওয়ার দাবি জানালেও আপাতত ৮ হাজার টাকা বেতন ও পুজো বোনাস দেওয়ার দাবি জানান তিনি।মিড ডে মিল কর্মীদের দাবি নিয়ে আগামী ৯ অক্টোবর কলকাতার বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে বলে জানান।