শিলিগুড়ি, ৯ জানুয়ারিঃ আগামী ১লা ফেব্রুয়ারি থেকে ১০ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গ উৎসব।ইতিমধ্যেই তার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে।
আজ উত্তরবঙ্গ উৎসবের প্রস্তুতি নিয়ে রাজ্য সরকারের শাখা সচিবালয় উত্তরকন্যাতে একটি বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এসজেডি এর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, সাংসদ শান্তা ছেত্রী এবং উত্তরবঙ্গের ৮টি জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিকেরা।
বৈঠকের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, প্রতি জেলার জেলা সদর ও আদিবাসী অধ্যুষিত এলাকায় উত্তরবঙ্গ উৎসব হবে।এবার করোনা পরিস্থিতিতে উত্তরবঙ্গ উৎসবে বসে আঁকো প্রতিযোগীতা হবে না।বহিরাগত শিল্পীদের না এনে স্থানীয় শিল্পীদের দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।৮টি জেলার নয় জন বিশিষ্ট ব্যক্তিকে বঙ্গরত্ন সম্মান দেওয়া হবে।শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে।